1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপি’র সমাবেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানাই : মেজর (অবঃ) আবদুল মান্নান বিএনপির বিরুদ্ধে মিথ্যা বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাদারগঞ্জ সরকারি হাসপাতালে ওষুধ দেওয়ার আগেই বিল প্রদান বগুড়ায় আবারো জোড়া খুন, সাবেক প্রেমিকা বন্যা গুরুতর আহত – ঘাতক সৈকত গ্রেফতার আত্রাই বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ধর্মপাশায় স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সমন্বয়সভা হাত কড়াসহ পালিয়েছে ফুলগাজীর জাল কবির গোপালগঞ্জে সাধারণ জনগণের উপর হামলা ও হত্যার প্রতিবাদ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কিছু মৌলবাদী সংগঠন এবং কিছু সুবিধাবাদী সংগঠন বিএনপির বিরুদ্ধে কৌশলে অপপ্রচার শুরু করে দিয়েছে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ডাক্তার দিয়ে চলছে স্বাস্থ্য সেবা

নড়াইলে প্রতিপক্ষের হাতে ১ জন খুন, মারাত্বক জখম ১ জন

খশরুল আলম পলাশ
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়া উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে ১ জন খুন হয়েছে। এ সময় হামলায় নিহতের ছেলেও গুরুতর আহত হয়েছে।

আজ ১৬/৭/২৫ তারিখ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর শেখের (৬০) বাড়ি লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে।

নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের কাউসার শেখদের সঙ্গে একই গ্রামের জাহাঙ্গীর শেখের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য শালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। আজ সকালে ছেলে নাহিদকে সঙ্গে নিয়ে বাহিরপাড়া মাঠে বিরোধপূর্ণ জমিতে চাষবাদ করতে গিয়েছিলো জাহাঙ্গীর। এ সময় প্রতিপক্ষ কাউসারের লোকজন দেশি অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে জাহাঙ্গীর ও তার ছেলেকে কুপিয়ে জখম করে।

ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয় ও স্থানীয় জনতা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাহিদকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেয় ও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে কাউসার পক্ষের একজন আহত হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছে। তবে তার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। ঘটনার পর থেকেই কাউসার শেখ ও তার পরিবারের লোকজন আত্মগোপন চলে যাওয়ায় তাদের পক্ষের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম। তিনি বলেন, জায়গা-জমিকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ ছিল বলে জেনেছি। এক পক্ষ জমিতে কাজ করতে গেলে আরেক পক্ষ হামলা চালায়। এতে দুই পক্ষের লোকই আহত হয়েছেন। ঘটনাস্থলে জাহাঙ্গীর নামের একজন কৃষক নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িত সবাইকে ধরতে অভিযান চলছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com