1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জের গজারিয়ায় চেয়ারম্যান মিজানকে নিয়ে বিতর্কে উত্তাল বাউশিয়া ইউনিয়ন মুন্সিগঞ্জের গজারিয়ায় সরকারি জমি দখলের চেষ্টা, কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি হুমকির মুখে এনসিপি’র সমাবেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানাই : মেজর (অবঃ) আবদুল মান্নান বিএনপির বিরুদ্ধে মিথ্যা বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাদারগঞ্জ সরকারি হাসপাতালে ওষুধ দেওয়ার আগেই বিল প্রদান বগুড়ায় আবারো জোড়া খুন, সাবেক প্রেমিকা বন্যা গুরুতর আহত – ঘাতক সৈকত গ্রেফতার আত্রাই বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ধর্মপাশায় স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সমন্বয়সভা হাত কড়াসহ পালিয়েছে ফুলগাজীর জাল কবির গোপালগঞ্জে সাধারণ জনগণের উপর হামলা ও হত্যার প্রতিবাদ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক

আত্রাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কৃষকদল নেতা আলা বহিষ্কার

মো.শিফাত মাহমুদ ফাহিম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার আত্রাই উপজেলা কৃষকদলের সদস্য মোঃ আলাউদ্দিনকে সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
গত ০৫ আগস্টের পর থেকে চাঁদাবাজি,জমিদখল বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্পের ড্রিপকল সিন্ডিকেট করে হাতিয়ে নেওয়া সহ একাধিক দুর্নীতির ও অনিয়মের অভিযোগে কৃষকদল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানা যায়।
গত (১৫ জুলাই) রোজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নওগাঁ জেলা শাখার পক্ষে থেকে সদস্য সচিব এটিএম ফিরোজ দুলুর স্বাক্ষরকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের আদেশ প্রকাশ করা হয়।উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয় আলাউদ্দিনের বিরুদ্ধে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ ও অসাংগঠনিক কর্মকাণ্ডের অভিযোগে ১৪ জুলাই ২০২৫ তারিখে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো জবাব দেননি।এরপর আত্রাই উপজেলা কৃষকদল এবং জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে কৃষকদলের সদস্যপদসহ সকল পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।
খোঁজ নিয়ে আরও জানা যায়,সাধারণ মানুষের কাছ থেকে তিনি নগদ অর্থ রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদা আদায় করেন বলে ও স্থানীয়দের অভিযোগ রয়েছে।এছাড়া রাজনৈতিক পরিচয় ব্যবহার করে জমি দখলসহ একাধিক অনিয়মমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই স্থানীয় লোকজন ও দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছিল।এ ঘটনায় দলের তৃণমূল কর্মীদের অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, এটি একটি সাহসী এবং সময়োপযোগী পদক্ষেপ। বহিষ্কারের মাধ্যমে কৃষকদল বার্তা দিয়েছে কেউ আইন ও সাংগঠনিক নিয়মনীতির তথা গঠনতন্ত্রের ঊর্ধ্বে নয়।
প্রসঙ্গত, বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্প দেশের উত্তরাঞ্চলে কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। কিন্তু সেখানে দুর্নীতি, দলীয়করণ ও প্রভাবশালী চক্রের আধিপত্য প্রকল্পের মূল উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করছে। ফলে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন, আর প্রকল্পের প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন কমে যাচ্ছে।
জেলা কৃষকদলের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রের বাইরে কেউ গেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com