চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর বটতলা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহতদের গোমস্তাপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ৭ জনকে আটকের কথা জানিয়েছেন গোমস্তাপুর থানার ওসি মো. ওয়াদুদ আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রহনপুর ইউনিয়নের মিরাপুর বটতলার সাইফুল ইসলামের সঙ্গে রহনপুর পৌর এলাকার মো. মানিকের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছে। সেই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে রহনপুর পৌর এলাকার রহমতপাড়া ও রহনপুর ইউনিয়নের কাজীগ্রাম এলাকার লোকজন নিয়ে মিরাপুর যান মানিক। ওই সময় মিরাপুর বটতলা এলাকার লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়। সকালে ওই এলাকায় মারামারিতে বেশ কয়েকজন আহত হন। পরে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতরা চিকিৎসা নিতে গেলে সেখানে আহতদের ওপরে আবার হামলা হয়। এ ঘটনায় সেখানে থেকে পুলিশ হাতেনাতে সাতজনকে আটক করেছে।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. শহিদুল ইসলাম জানান, সব মিলিয়ে ওই মারামারি ঘটনায় ৩০ জন আহতকে এখানে আনা হয়েছে। ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অনেকের অবস্থাও ভালো নয়।
গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে, দ্বিতীয় দফায় হাসপাতালে এসে মানিক গ্রুপের লোকজন আহতদের উপর আবার হামলা চালায়। আহরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে আটক করা হয়েছে।