ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলার ৫নং বাচোর ইউনিয়নের বাজেবকস্য গ্রামে জমির ফসল নষ্ট করে জমি দখল করার অভিযোগ। ভুক্তভোগী বকুল ইসলাম বলেন আমার বাপ দাদার প্রত্যেক সম্পত্তি দীর্ঘদিন ধরে আমরা চাষাবাদ করে আসতেছি। আজ সকালে দিকে আমার জমিতে ধঞ্চিয়া ফসল ছিল। হাফিজ,নাজমুল,হাসানের দুলা ভাই সহ,অনেক ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এসেছিল আমি ভয়ে যাইনি, থানায় একটি অভিযোগ করেছে বলে জানান জমির মালিক বকুল। স্থানীয় লোকজনদের কাছে খবর নিলে জানা যায়। সকাল বেলা বকুল ভাইয়ের জমির ফসল নষ্ট করছে সহদোরে কিছু লোকজন। তারা যদি জমি পাই বা অন্য কিছু ঝামেলা থাকে জমি ফসল নষ্ট করা আইনি অপরাধ আমরা এর সুষ্ঠু বিচার চাই।