1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কবিতা – দাও না নিমন্ত্রণ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কলাপাড়ায় গ্রাফিতি প্রতিযোগিতা রক্তাক্ত জুলাই গ্রাফিতি প্রতিযোগিতা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় ঈদগাঁওয়ে মাধ্যমিক পর্যায়ে জব্বারিয়া দাখিল মাদ্রাসা প্রথম আতা উল্লাহ খানের ৫৪ তম জন্মদিন ফুলবাড়ীতে জামাত ইসলামের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত রিক্সা প্রতীকে শৈলকুপা থেকে আসাদুজ্জামান (লাল) মনোনীত রাজনীতি থেকে সরে দাঁড়ালেন কনটেন্ট ক্রিয়েটর রঞ্জু মিয়া, লাইভে এসে দেশবাসীর কাছে চাইলেন ক্ষমা গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে বাসাইলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎তা’মীরুল মিল্লাত টঙ্গীর রাজপথে ‘জুলাই দ্রোহ’: ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল রাণীশংকৈলে জমির ফসল কেটে ফেলার অ’ভি’যো’গ

আতা উল্লাহ খানের ৫৪ তম জন্মদিন

সরকার শাহজাহান সুমন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে
বরেণ্য গণমাধ্যম ও রাজনৈতিক ব্যক্তিত্ব, নজরুল গবেষক, কলামিস্ট ও টকশো ব্যক্তিত্ব লায়ন মুহাম্মদ আতা উল্লাহ খাঁনের ৫৪ তম জন্মদিন আজ (১৮ জুলাই)।
তিনি ১৯৭১ সালের ১৮ জুলাই কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ঠাকুরতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বরেণ্য শিক্ষাবিদ মরহুম আলহাজ্ব মাওলানা মকবুল আহমদ ও মরহুমা আলহাজ্বা মোমেনা বেগমের সুযোগ্য পুত্র।
মুহাম্মদ আতা উল্লাহ খাঁন দীর্ঘ ৩০ বছর ধরে সাংবাদিকতা ও সাংস্কৃতিক আন্দোলনের পাশাপাশি জাতীয় রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা রেখে আসছেন।
তিনি ২০০৭ সালের ৭ জুলাই হতে ২০১১ সালের ১১ নভেম্বর পর্যন্ত বিশ্ব প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে কক্সবাজার ও সুন্দরবনকে বিজয়ী করতে দেশে ও বহির্বিশ্বে ব্যাপক প্রচারণা শুরু করেন। এসময় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়, বন ও পরিবেশ মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশের সহযোগিতায় তিনি কক্সবাজার এবং সুন্দরবনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হন। শেষদিন পর্যন্ত সুন্দরবন সপ্তাশ্চর্য নির্বাচনের শীর্ষে ছিল।
তিনি বিদ্রোহী দ্য নজরুল সেন্টারের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন।
তিনি ভেজাল, মাদক ও দুর্নীতিবিরোধী আন্দোলনের একজন পথিকৃৎ। খাদ্যে ভেজাল, মাদক ও দুর্নীতি  প্রতিরোধে  সারা দেশে ব্যাপক প্রচার, সভা, সেমিনার এর মাধ্যমে আন্দোলন পরিচালনা করে আসছেন।
তিনি বাস্তুচ্যুত ১৪ লক্ষাধিক রোহিঙ্গা প্রত্যাবাসনেও জাতীয় ও আন্তর্জাতিকভাবে ব্যাপক কর্মসূচি ও প্রচারণা চালিয়ে আসছেন। এছাড়া তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম জাতীয় কমিটির নির্বাহী চেয়ারম্যান।
তিনি ২০১২ সালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১৬ ডিসেম্বর হতে ১০ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের জাতীয় বিজয় মঞ্চের সূচনা করেন। প্রতি বছর ১০ দিনব্যাপী জাতীয় বিজয় মঞ্চের কর্মসূচি ব্যাপকভাবে পালন হয়ে আসছে। তিনি মুক্তিযুদ্ধের জাতীয় বিজয় মঞ্চের প্রতিষ্ঠাতা ও সদস্যসচিব।
তিনি দেশের আঞ্চলিক ভাষা, সংস্কৃতি চর্চা রক্ষা-গবেষণা ও বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছেন। আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন ২০১৬ সাল থেকে।
আতা উল্লা খান আইপি টিভি মালিকদের সংগঠন আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করে- দেশজ সংস্কৃতি ও বাংলা ভাষার বিশ্বায়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন।
তিনি ১৯৯৭ সালে আন্তর্জাতিক লিবারেল মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে উদার গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয়ে বাংলাদেশ লিবারেল পার্টিতে যোগদান করেন এবং চট্টগ্রাম  মহানগরের আহ্বায়ক নিযুক্ত হন। ১৯৯৮ সালে চট্টগ্রাম মহানগরীর  সভাপতি  ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসন হতে লিবারেল পার্টির দলীয় প্রতীক বৈঠা নিয়ে অংশগ্রহণ করেন। ২০০৬ সালে লিবারেল পার্টির যুগ্ম-মহাসচিব হিসেবে দায়িত্ব  লাভ করেন। নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন হতে বৈঠা প্রতীকে  অংশগ্রহণ করেন।
তিনি ২০১৪ সালে মহান জাতীয় নেতা মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ প্রতিষ্ঠিত বাংলাদেশ গণ আজাদী লীগে যোগদান করেন, সৈয়দ সামশুল আলম হাসু তর্কবাগীশ-এর নেতৃত্বে যুগ্ম মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন। দলকে আরো শক্তিশালী করে নিবন্ধন করার লক্ষ্যে ১৪ দলের সাথে সংযুক্ত গণ-আজাদী লীগসহ দুই গ্রুপকে ঐক্যবদ্ধ করেন, ১৪ দলের সাথে একীভূত হন ও সমন্বিত বাংলাদেশ গণ আজাদী লীগের মহাসচিব নির্বাচিত হন। ২০১৮ সালের একতরফা রাতের ভোটের পর জোট ও দলের সাথে আদর্শগত মতবিরোধের কারণে ২০১৯ সালের অক্টোবরে ১৪ দলীয় ফ্যাসিস্ট জোট থেকে আলাদা হয়ে জাতীয় নেতা মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ-এর সুযোগ্য পুত্র সৈয়দ সামশুল আলম হাসু সভাপতি ও মুহাম্মদ আতা উল্লাহ খান মহাসচিব নির্বাচিত হন। ২০১৯ সালের পর হতে উদার গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ কাজ করে যাচ্ছেন। ২০২২ সালে গণ আজাদী লীগের সভাপতি  সৈয়দ সামশুল আলম হাসু তর্কবাগীশ ইন্তেকাল করলে তিনি সভাপতি  নির্বাচিত হন।
এছাড়াও, তিনি বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক ঐক্য জোটের চেয়ারম্যান, জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের সভাপতি, বিদ্রোহী কবিতার শতবর্ষ উদ্যাপন জাতীয় কমিটির চেয়ারম্যান, কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের চেয়ারম্যান, ওয়ান্ডার্স মিডিয়ার চেয়ারম্যান পরিচালক, জনতার টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক, চ্যানেল কর্ণফুলীর সিইও, ম্যাজিক বাংলা টিভি, আর এন এন টিভি ও নিউজ টেন টেলিভিশনের সম্মানিত উপদেষ্টা। ন্যাশনাল রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা, তর্কবাগীশ সাহিত্য পরিষদ, জাতীয় জাগো নারী ফাউন্ডেশন, জাতীয় নারী সাহিত্য পরিষদ ও গণআজাদী শিল্পী গোষ্ঠীর প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার সংগঠনের সঙ্গে জড়িত আছেন। তিনি বর্তমানে জাতীয় পত্রিকা দৈনিক নিরপেক্ষ-এর জয়েন্ট এডিটর হিসেবে দায়িত্বরত আছেন।
সংস্কৃতিজন লায়ন মুহাম্মদ আতা উল্লাহ খানের ৫৪ তম শুভ জন্মদিনে জাতীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার সংগঠন, গণমাধ্যমের প্রধানগণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
সুন্দর আগামীর সাহসী যোদ্ধা আতাউল্লাহ খান এ দেশের নিরন্ন মানুষের পাশে থেকে সুখী সমৃদ্ধশালী এক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com