বিগত ফ্যাসিস্ট আমলে কটিয়াদী পৌরসভায় বিএনপি-জামাত ও হেফাজত বিরোধী মিছিল-মিটিংয়ের নেতৃত্বদানকারী পৌরসভার ৪নং ওয়ার্ডের লীগের প্রভাবশালী সভাপতি স:ন্ত্রাসী এই সিরাজুল ইসলাম খোকন।
এখনো কটিয়াদী পৌরসভায় সে দাপটের সাথে চলছে। বিএনপি-জামাত বিরোধী একাধিক মিছিলে নেতৃত্ব ও প্রাণঘাতী অ:স্ত্র হাতে দেখা গিয়েছিল।
বিএনপি-জামাতের সাধারণ কর্মী কে বিভিন্ন ভয় দেখিয়ে হাতিয়ে নিতো অনেক টাকা। এমনি করে সে ফ্যাসিস্ট আমলে অল্প সময়েই রাতারাতি বড়লোক হয়ে উঠে। কটিয়াদী পৌরসভার জনমনে এখন একটা প্রশ্ন?
এই রকম ছবি ও বিএনপি-জামাত বিরোধী মিছিলের নেতৃত্ব দেওয়ার পরও এই স:ন্ত্রাস ও আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি কে কেন গ্রেফতার করা হচ্ছে না??
অতএব” কটিয়াদী উপজেলা প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, এই স:ন্ত্রাসী কে অতি দ্রুত গ্রেফতার করুন।