গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মহেসপুর ইউনিয়নের ধান্জাইল কমিউনিটি ক্লিনিক এর কর্মচারীর কর্ম ফাঁকি চরমে
আজ ২০ শে জুলাই রোজ রবিবার সকাল ১১.০০ টার সময় ধানযাইল কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায় ওখানে দায়িত্বে থাকা কর্মকর্তা C H C P রুমানুজ্জামান ৩৫ অনুপস্থিত। এই ক্লিনিকে সেবা নিতে আসা নারী ও পুরুষ রোগীদের চোখে মুখে হতাশার ছাপ। ধানজাইল কমিউনিটি ক্লিনিক এর এলাকার লোকজনের দাবি এই ক্লিনিকের দায়িত্বরত রুমানুজ্জামান ১০ থেকে ১৫ দিন ক্লিনিকে আসেন না বলে অভিযোগ এলাকাবাসীর।
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প প স্বাস্থ্য কর্মকর্তা মোঃ ডাঃ ইকবাল হোসেন কে ফোন দিয়ে সাংবাদিক জানতে চানা রুমানুজ্জামান ছুটিতে আছেন কিনা তিনি বলেন কর্ম ফাঁকি দেয়ার কারণে আমি তাকে শোকোজ করেছি
সাংবাদিক রোমানুজ্জামানকে মুঠো ফোনে ফোন দিয়ে জানতে চান তিনি কেন নিয়মিত ক্লিনিকে আসেন না তখন তিনি বলেন আমার বাসা গোপালগঞ্জে আমি গোপালগঞ্জ সদরে ফ্যামিলি নিয়ে থাকি আমার ডিউটির স্থান আমার বাসা থেকে অনেক দূরে হওয়াই আমি নিয়মিত ক্লিনিকে হাজির হইনা। এবং তিনি আরো বলেন গোপালগঞ্জের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে আমি ডিউটিতে যাই না। সাংবাদিক জানতে চান আপনার নিয়মিত ডিউটিতে আশা উচিত কিনা তখন তিনি বলেন সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এবং তিনি সাংবাদিককে আরো বলেন যে আমার ভাই গোপালগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আমি ওই ক্লিনিক থেকে বদলি হয়ে গোপালগঞ্জের শহরের পাশে একটি ক্লিনিক এসে আমি ডিউটি করব বলে তিনি জানান।