কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মতবিনিময় সভা করেছেন। রোববার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র এতে সভাপতিত্ব করেন।
উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত সংবাদকর্মী এতে অংশ গ্রহণ করেন। এসময় ভূরুঙ্গামারীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার তুলে ধরে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, সহ-সভাপতি এসএম গোলাম মোস্তফা, যুগ্ম-সম্পাদক শামসুজ্জোহা সুজন, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, প্রচার সম্পাদক রবিউল আলম লিটন, সদস্য রফিকুল ইসলাম রঞ্জু ও মোকলেছুর রহমান প্রমুখ। সভায় বিশেষ করে শিক্ষার উন্নয়ন, মাদক নির্মূল, ফায়ার সার্ভিস স্টেশন ও পর্যটন কেন্দ্র নির্মাণ এবং স্থল বন্দরের উন্নয়ন প্রভৃতি বিষয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার পর্যায়ক্রমে এসব বিষয় বাস্তবায়নের আশ্বাস দেন।