২০ জুলাই ২০২৫ ইং তারিখ জামালপুর সদর উপজেলার ১৪ নং দিগপাইত ইউনিয়নের চাঁদপুর গ্রামের জিয়াউল হকের ছেলে বিএনপি কর্মী জাহিদুল হাসান গত ৪ আগষ্ট /২০২৪ ঢাকা উত্তরায় ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিত নিহত হয়। জুলাই আন্দোলনে নিহত শহীদ জাহিদ হাসানের স্মৃতির স্মরণে দোয়া ও মোনাজাত করে কবর জিয়ারত ও বৃক্ষরোপণ করেন, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এডঃ শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। এ সময় আরোও উপস্থিত ছিলেন, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলন, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মোঃ অধ্যাপক মোকছেদুর রহমান হারুন, জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম, ,জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ গাউসুল আজম শাহিন, যুগ্ন আহবায়ক কৃষিবিধ আবু তাহহা মোঃ শেখ ফরিদ, দিগপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ ফরিদ, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ গোলাম মোস্তফা মুকুল, দিগপাইত ইউনিয়ন যুবদলের আহবায়ক কাজী মোঃ ফজলুল হক সহ উপস্থিত ছিলেন দিগপাইত ইউনিয়ন বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।