খুলনার কয়রা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। সোমবার ( ২১ শে জুলাই ) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি শেখ সাইফুল্লাহ, নায়েবে আমীর মাওলানার রফিকুল ইসলাম, সরকারি সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন আহমেদ, কয়রা সদর ইউনিয়নের জামায়াত আমীর জি এম মিজানুর রহমান, আমাদি ইউনিয়ন আমীর মাওলানা সাজ্জাদুল ইসলাম, বাঙালি ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল হামিদ, সেক্রেটারি প্রভাষক শরিফুল আলম, মহারাজপুর ইউনিয়ন আমীর মাস্টার সাইফুল্লাহ, সেক্রেটারি মাওলানা আওসাফুর রহমান, মহেশ্বরীপুর ইউনিয়ন আমীর মাওলানা আবু সাঈদ, উত্তর বেদকাশি ইউনিয়ন আমীর মাস্টার নূর কামাল হোসেন, দক্ষিণ বেদকাশি ইউনিয়ন আমীর মাওলানা মতিউর রহমান, কয়রা সদর ইউনিয়নের যুব বিভাগ সভাপতি ডিএম জাহিদুল ইসলাম, মাওলানা মোস্তাকিম বিল্লাহ, প্রভাষক মাসুম বিল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মেধা, সততা, কর্তব্যনিষ্ঠা ও দক্ষতা-অভিজ্ঞতার আলোকে সবাইকে সাথে নিয়ে নিজের কর্মস্থল কয়রা উপজেলার জনগণকে সার্বিক সেবা প্রদানের মাধ্যমে অত্যাধুনিক ও উন্নয়নের মডেল উপজেলা হিসেবে কয়রাক দেশব্যাপি পরিচিত করবেন এমনটাই প্রত্যাশা করেন কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান। সাথে সাথে উপজেলায় সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার, মাদক, সন্ত্রাস অপরাধ দমনে আইন শৃঙ্খলা সমুন্নত রাখতেও আহবান জানান উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।