ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার নতুন বাজার আড়পাড়া গলির ভেতর থেকে শিমুল নামে এক চোরকে এলাকাবাসী আটক করে এবং কালিগঞ্জ থানাকে অবহিত করে। কালিগঞ্জ থানাকে অবহিত করার পর তদন্ত কর্মকর্তা এসআই সিরাজ সাহেব ঘটনা স্তলে পৌঁছান। এবং এসআই সিরাজ সাহেব উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন চোর ধরলে তিনবেলা খাওয়া এবং কোর্টে চালান করলে যাতায়াত বাবদ ৫০০ টাকা খরচ। আপনারা কোন আইন-কানুন জানেন? এ কথা শুনে আইন সংস্থার তদন্তে সন্তুষ্টি প্রকাশ করতে পারলেন না আড়পাড়া গ্রামবাসী। আড়পাড়া গ্রামবাসীর প্রশ্ন থানায় আসামিদের খাওয়া খরচ এবং কোর্টে চালান খরচ সবই কি এস আই সিরাজ সাহেব ব্যক্তিগতভাবে বহন করেন। এসআই সিরাজ সাহেব উপস্থিত জনগণের সামনে
সাংবাদিকদের ব্যাপারে বলেন কালিগঞ্জ থানার অধিকাংশ সাংবাদিক পঞ্চম শ্রেণী / অষ্টম শ্রেণী পাস।গ্রামবাসী এসআই সিরাজ সাহেবের নিকট জানতে চাই সাংবাদিকদের সম্পর্কে এই ধারণা করার এখতিয়ার আপনাকে কে দিয়েছে। আপনি কোথা থেকে পিএইচডি করে এসেছেন। গ্রামবাসী আরো বলেন এসআই হতে কি যোগ্যতা লাগে তা আমরা খুব ভালোভাবে জানি। গ্রামবাসী আরো বলেন আমরা এসআই সিরাজ সাহেবের বিরুদ্ধে মানববন্ধন করব এবং পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করব।