গিয়াসউদ্দিন ঃভোলা চরফ্যাশন উপজেলার দুলার হাট থানায় অজ্ঞান পার্টির খপ্পরে একই পরিবারে ৫জন আহতের খবর পাওয়া গিয়াছে।
সুত্র জানায় আজ(২২জুলাই) মোঙ্গলবার বিকাল ১২টায় দুলার হাট হাসপাতাল রোড আলীবেপারী বাড়িতে মধ্যবয়সী একজন নারী সুতিকার ঔষধ বিক্রির দাবিতে বাড়িতে আসে। আঃখালেক বেপারীর ঘরে মহিলাদের সাথে দীর্ঘ আলোচনার এক পর্যায়ে গরম ভাতের সাথে অচেতন নাশক ঔষধ দিয়ে যায়। ভাত খেয়ে হোসনে আরা বেগম(৮০),নারকিছ বেগম(৩৮),নুর হোসেন (৩০),আল আমিন(১৪),মুনতাহা(০৬) আহত হন।
আহতদের হাসপাতাল রোড আলিবেপারী বাড়িতে প্রাথমিক চিকিৎসা চলছে বলে বিস্তস্থ্য সুত্র জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি নুর হোসেন দুলার হাট ডাস বাংলা ব্যাংকে চাকুরীর সুবাদে দুপুরের খাবার খেতে বাড়িতে টাকা নিয়া আসার সেই সুযোগটা নিতে চেয়েছিলেন।
নুর হোসেনের বড় ভাই মো:নাজির বলেন সে মহিকা সকাল ১২ টায় আমার ঘরে ডুকে তাসলিমা আক্তার, ওসমানগন্জ, সিরাজ চেয়ারম্যান বাড়ীর উত্তরে বলে নিশ্চিত করেছেন।
যার মোবাইল নান্বার ০১৬০২৮৫৯৬০১। অথচ ঘটনার পরই বন্ধ পাওয়া গিয়াছে।
দুলার হাট থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফ ইফতেখার ঘটনায় এখনো কেউ অভিযোগ করেন নি। অভিযোগ আসলে ব্যবস্থা গ্রহন করার আশ্বস্ত করেছেন