1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

উত্তরার বিমান দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত ও দো’আ

Md Jake Ullah
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ সংলগ্ন প্রশিক্ষণ বিমান বিস্ফোরণের মর্মান্তিক ঘটনায় নিহত শিক্ষার্থী, শিক্ষক, পাইলট ও অভিভাবকদের স্মরণে ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং পরে নিহতদের আত্মার শান্তি মাগফেরাত কামনা করে ও আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। সহকারী শিক্ষক শেখ নজরুল ইসলামের সঞ্চালনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা জহুরুল ইসলাম। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার রায় তার বক্তব্যে বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনা শুধু মাইলস্টোন পরিবারের নয়, বরং পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা গভীর শোক প্রকাশ করছি এবং সকলের জন্য দোয়া করছি।” এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সহানুভূতি, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার শিক্ষা দেওয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com