1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :

কক্সবাজারের উদ্দেশ্যে মায়ানমারের সামরিক জাহাজ

মোঃ মনিরুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে

বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্ত ও বিভিন্ন বাহিনীর সদস্যরা সীমান্তে অবস্থান করায় শঙ্কায় দিন কাটাচ্ছে কক্সবাজার উপকূলের সীমান্তে বসবাসকারীরা।এরই মধ্যে দেশটির নাগরিকদের ফিরিয়ে নিতে সামরিক জাহাজ পাঠাচ্ছে জান্তা সরকার। জাহাজটি শনিবার (১০ ফেব্রুয়ারি) কক্সবাজার উপকূলে পৌঁছানোর কথা রয়েছে।আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি ) পররাষ্ট্র মন্ত্রণালয় হতে প্রাপ্ত তথ্যসূত্রে এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা বলেন, ইতোমধ্যে কূটনৈতিক পত্রের মাধ্যমে শনিবার জাহাজ এসে পৌঁছাবে বলে মিয়ানমার আমাদের জানিয়েছে। বাংলাদেশে পালিয়ে আসা সব মিয়ানমারের নাগরিককে কক্সবাজারে নেওয়া হবে।বাংলাদেশে পালিয়ে আসা ইতোমধ্যে মিয়ানমারের বিভিন্ন বাহিনীর সদস্যসহ মোট ৩৩০ নাগরিককে টেকনাফের দুটি স্কুলে রাখা হয়েছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে তারা সেখানে রয়েছেন।

মিয়ানমার সরকার যে সামরিক জাহাজটি পাঠানো হচ্ছে এটির সক্ষমতা প্রায় ৫০০ জন বহন করতে পারে। ফলে বাংলাদেশে পালিয়ে আসা সবাইকে এই জাহাজে পাঠানো সম্ভব বলে জানান কর্মকর্তারা।

বাংলাদেশে পালিয়ে আসা দুই ব্যাটালিয়ান অফিসার, সৈনিক, মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ এবং কয়েকটি পরিবারের সদস্যদের প্রথমে বিমানে ফেরত পাঠানোর কথা বললেও জান্তা সরকারের দ্বিমতে সমুদ্রপথে তাদের পাঠানোর সিদ্ধান্ত হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com