1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :

চৌগাছায় অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে ৮০ হাজার টাকা খুইয়েছেন ব্যবসায়ী

মেহেদী হাসান শিপলু
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় লাড্ডু খাওয়ানোর মাধ্যমে অজ্ঞান পার্টির কবলে পড়ে সবুজ হোসেন (৩০) নামের এক ব্যক্তি ৮০ হাজার টাকা খুইয়েছেন। শুক্রবার বিকালেচৌগাছা বাসস্ট্যান্ডে ভূক্তভোগীকে দেখে স্থানীয় লোকজন প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করলে তার চেতনা ফিরে আসে।

পরবর্তীতে তাকে চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়।চেতনা ফেরার পর ভূক্তভোগী সবুজ হোসেন জানান, তার বাড়ী
মহেশপুর উপজেলার নওদাগা বুজতলা গ্রামে। পিতার নাম এরশাদ হোসন। তিনি শুক্রবার দুপুরে গরু কেনার জন্য চৌগাছা পশু
হাটের উদ্দেশ্যে রওনা হন। মহেশপুর বাসস্ট্যান্ড থেকে তিনি চৌগাছার যাত্রবাহী বাসে ওঠেন। বাসের একটি সিটে তিনি বসলে একজন অপরিচিত লোক এসে তার পাশে বসেন। প্রতিমধ্যে ঝাউতলা ইভাটার এলাকায় বাসটি পৌছালে কৌশলে একটি লাড্ডু খাওয়ান ওই লোকটি।তিনি জানান, অপিচিত লোকটির সাথে আরো একজন লোক ছিল।লাড্ডু খাওয়ার পর তিনি আর কিছু বলতে পারেন না। পরবর্তীতে জ্ঞান ফিরলে তিনি জানতে পারেন পশু হাট ছাড়িয়ে চৌগাছা বাসস্ট্যান্ডে আছেন।

একই সাথে গরু কেনার ৮০ হাজার টাকাও তার কাছে নেই।বাজারের ব্যবসায়ী ইউছুপ আলী, মহনসহ অনেকেই জানান, অজ্ঞান অবস্থায় বাস থেকে কে বা কারা লোকটিকে মেইন বাসস্ট্যান্ডে নামিয়ে দেয়। লোকটির অস্বাভাবিক অবস্থা দেখে আমরা সহযোগিতা করি। প্রাথমিক চিকিৎসা পর লোকটির জ্ঞান ফিরলেআমরা জানতে পারি সে অজ্ঞান পার্টির কবলে পড়েছে। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।থানার এস আই লোকমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাজানার পরপরই পুলিশ সেখানে গেছে। বিষয়টি খোঁজখবর নেয়া হ”েছ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com