1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাসাইলে ইস্কন নিষিদ্ধের দাবি ও আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ পিরোজপুরে ইসকনকে নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলামের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ তাহেরপুরে ফেসবুকে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তি করায় কিশোর গ্রেফতার, তদন্ত কেন্দ্র ঘেরাও রাজশাহী মহানগরে গণধিকার পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত সার্টিফিকেট তুলতে এসে আটক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ বিনির্মাণ করতে পারলে সমাজ ও রাষ্ট্র থেকেও বৈষম্য দূর হবে রূপগঞ্জটা গাজীর বাপের নাকি: দিপু ভুঁইয়া ফতুল্লা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী নাঈম এখন সরকারি কবি নজরুল কলেজের ছাত্রদল কর্মী করিমগঞ্জে নতুন আতঙ্ক মোবাইল লুডু জুয়া হরিপুরে উপজেলা জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন

শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা খুব জরুরি

ওমর ফারুক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৭ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে কলেজ মাঠে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহাবুবুল করিম।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. হাসিবুল সিদ্দিক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সফিকুল ইসলাম।
সহকারি শিক্ষক ফারজানা আক্তার ও কুলছুম আক্তারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্য আবদুল করিম, মো. আবু তারেক, আজিজুল ইসলাম, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বক্তারা বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। তেমনি, সাংস্কৃতিক চর্চা আমাদের মেধা ও মননকে বিকসিত করে। এজন্য ছাত্র-ছাত্রীদের ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। দেশ ও জাতীয় চেতনার সঙ্গে সম্পৃক্ত করতে হবে শিক্ষার্থীদের। যদিও পূর্ব থেকে শ্রেণিপাঠের পাশাপাশি এই প্রতিষ্ঠানটি সহশিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন নিয়মিত করে আসছেন।
আরও বলেন, শুধু পড়ালেখা করে জিপিএ-৫ পেলে আলোকিত মানুষ হওয়া যায় না। আলোকিত হতে হলে পাঠ্যবইয়ের সঙ্গে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে জড়িত থাকতে হবে। কিন্তু এখনকার শিক্ষার্থীরা এসব বাদ দিয়ে মোবাইল ব্যবহারে ভার্চুয়াল গেমে মাত্রাতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে। যা আমাদের জন্য অশুভ ইঙ্গিত। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উচিত, বেশি করে ক্রীড়া-সাংস্কৃতি ও সহশিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা। অনুষ্ঠান পরবর্তী অতিথিরা ৪০ টি খেলায় অংশগ্রহনকারি বিজয়ী, মেধাবী ও শ্রেণিকক্ষে শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com