গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির উদীয়মান তরুণ নেতা গোলাম কিবরিয়া মির্জা বর্তমানে বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। তিনি শুধু রাজনৈতিক ময়দানেই নয়, সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন।
ছাত্রজীবন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ২০০২ সালে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হন। সেই সময় থেকেই সাহস, ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন দক্ষ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। রাজনীতির নানান চড়াই-উতরাই, একাধিক মিথ্যা মামলা, হামলা ও জেল-জুলুমের মুখোমুখি হয়েও কখনো পিছপা হননি। বরং রাজপথে থেকেছেন সক্রিয় ও সংগ্রামী।
গোলাম কিবরিয়া মির্জা শুধু একজন রাজনৈতিক নেতা নন, অসহায় মানুষের সহায়তায় সর্বদা পাশে দাঁড়ানোয় স্থানীয়দের কাছে পরিচিত রবিনহুড হিসেবে। রাজবন্দীদের খোঁজ-খবর নেওয়া, আর্থিক সহায়তা প্রদান এবং দুঃসময়ে দলের নেতাকর্মীদের পাশে থাকা ।
ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির একাধিক নেতা বলেন, গোলাম কিবরিয়া মির্জা একজন অসীম সাহসী, সৎ, নিষ্ঠাবান ও আদর্শিক তরুণ। সাংগঠনিক দক্ষতায় তিনি স্বয়ংসম্পূর্ণ এবং দলের প্রতি নিবেদিতপ্রাণ। এমন একজন উদীয়মান নেতাকে আমরা ইউনিয়ন বিএনপির অমূল্য সম্পদ হিসেবে বিবেচনা করি।
আমরা দলের নীতিনির্ধারকদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি গোলাম কিবরিয়া মির্জার মতো যোগ্য ও প্রতিভাবান নেতাকে উপযুক্ত মূল্যায়ন ও দায়িত্ব দিলে ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত দল হবে আরও গতিশীল ও শক্তিশালী।
ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব এফ আই জাহাঙ্গীর মন্ডল দৈনিক বাংলার প্রতিচ্ছবি কে বলেন, গোলাম কিবরিয়া মির্জা শিক্ষিত ও তরুণ নেতা। তাঁর নিরলস পরিশ্রম, জনগণের প্রতি ভালোবাসা এবং সাংগঠনিক দক্ষতা ছাপড়হাটী ইউনিয়নে বিএনপির কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করেছে।
তিনি আরও বলেন, মির্জার মতো নিষ্ঠাবান ও উদ্যমী তরুণরাই দলের ভবিষ্যৎ। আমি তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করছি।
দলের প্রতি অগাধ ভালোবাসা, নেতৃত্বগুণ এবং মানবিক মূল্যবোধের কারণে গোলাম কিবরিয়া মির্জা এখন ছাপড়হাটী ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীদের আশার প্রতিচ্ছবী।