বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল, সাটুরিয়া উপজেলা শাখার অন্তর্গত কয়েকটি ইউনিয়ন কমিটিতে রদবদল আনা হয়েছে। দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা শ্রমিকদলের নেতৃবৃন্দ।
সাটুরিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ ফরহাদ মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। অপরদিকে, ফুকুরহাটি ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ নান্নু মিয়াকে সাংগঠনিক নিষ্ক্রিয়তার কারণে স্বেচ্ছায় অবসরে পাঠানো হয়েছে।
পদগুলো শূন্য হওয়ায় নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে উপজেলা শ্রমিকদল। তারা হলেন:
সাটুরিয়া ইউনিয়ন শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি: মোঃ ফারুক দেওয়ান
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক: মোঃ চান মিয়া
ফুকুরহাটি ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক: মোঃ রুবেল হোসেন
এ বিষয়ে উপজেলা শ্রমিকদলের সভাপতি মিজানুর রহমান বলেন, “শ্রমিকদল মেহনতী মানুষের সংগঠন। এখানে শৃঙ্খলা ও আদর্শের প্রশ্নে কোনো আপোস নেই। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে, তাঁর জন্য দলে কোনো স্থান নেই।”
উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার বলেন, “দলীয় নির্দেশনার আলোকে কমিটি পরিচালিত হচ্ছে। আমরা শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে আছি এবং থাকবো।”