বগুড়ার নন্দীগ্রামে জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে ২৬ শে জুলাই (শনিবার) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে নন্দীগ্রাম উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে জুলাই পুনর্জারণে সমাজগঠণে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান (ভার্চুয়াল) সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু’র সভাপতিত্বে এবং উপজেলা পরিসংখ্যান অফিসার রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার মোঃ ফজলুল করিম, প্রাথমিক শিক্ষা অফিসার এসএম সারোয়ার জাহান, সমবায় অফিসার ঝর্না রানী দেবনাথ, নির্বাচন অফিসার বাবু হক, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল প্রমুখ। এছাড়াও জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।