ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)-এ নিটার ক্যারিয়ার ক্লাব ও ওয়ান ট্যাপ লার্নিং এর যৌথ উদ্যোগে “ক্যারিয়ার ক্যাটালিস্ট-ক্যাম্পাস টু ক্যারিয়ার” শিরোনামে একটি অফলাইন সেমিনার আয়োজিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই, ২০২৫) নিটার কনফারেন্স রুমে দুপুর দুইটা হতে উক্ত আয়োজন শুরু হয়। মাসতুরা তাবাসসুম নির্যাস, মো: ফরহাদ হোসাইন ও ফারহান ফাহিনের সম্মিলিত সঞ্চালনায় সেমিনারটি শুরু হয়। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন নিটারের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইঞ্জিনিয়ার নুরুন্নবী। সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উর্মি গ্রুপের ম্যানেজার (ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার) রাহাত হোসাইন শিকদার, ইন্টেলিজেন্ট লেবেল সল্যুশনের (সাউথ এশিয়া) বিশিষ্ট বিজনেস অ্যানালিস্ট নাজমুল হক আহাদ, এপেক্স হোল্ডিংস লিমিটেডের মার্চেনডাইজার মো: মোরশেদ আলী এবং উর্মি গ্রুপের সিনিয়র ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম।
মো: মোরশেদ আলীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সেমিনারটি শুরু হয়। ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা এবং একজন ফ্রেশার নিয়োগ করার সময় ইন্ডাস্ট্রিগুলো কোন বিষয়গুলো নজরে রাখেন, এ বিষয়ে কথা বলেন তিনি। স্টুডেন্ট থাকা অবস্থায় কি কি স্কিল ডেভেলপ্ট করলে ফ্রেশার হয়েও ইন্ডাস্ট্রিতে ভালো সুযোগ তৈরি করা যায় এসব নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।
ওয়ান ট্যাপ লার্নিং সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সেমিনারের দ্বিতীয় বক্তা সাইফুল ইসলাম। এছাড়া স্টুডেন্ট অবস্থায় কিভাবে জীবনের একটি টার্গেট সেট করে আগাতে হয় সেই বিষয়গুলো নিয়ে বক্তব্য পেশ করেন।
তৃতীয় বক্তা নাজমুল হক আহাদ ব্র্যান্ড, মার্কেটিং ও মার্চেনডাইজিং সেক্টরগুলোতে কেমন সুযোগ আছে এসকল বিষয়ে কথা বলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই দূরদর্শী চিন্তা, নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার ব্যাপারেও আলোচনা করেন তিনি।
চতুর্থ বক্তা হিসেবে রাহাত হোসাইন শিকদার গার্মেন্টস ম্যানুফেকচারিং নিয়ে বিশদ আলোচনা করেন। এই ইন্ডাস্ট্রিতে তার লম্বা সময়ের অভিজ্ঞতাও শেয়ার করেন তিনি। নিটারিয়ানদের উর্মি গ্রুপে সাফল্য ও সামনের সময়ে নতুনদের বিশাল সুযোগের ব্যাপারেও আশ্বস্ত করেন তিনি।
সেমিনারের শেষ বক্তা হিসেবে প্রফেসর ইঞ্জিনিয়ার নুরুন্নবী নিটারিয়ানদের সাফল্য ও সামনে এগিয়ে যাওয়ার নানাবিধ দিকনির্দেশনা দেন। তাঁর বক্তব্যের মাধ্যমে সেমিনারটি সমাপ্ত ঘোষণা করা হয়।
সকল বক্তার সাথে শিক্ষার্থীদের প্রশ্ন-উত্তর পর্ব থাকায় শিক্ষার্থীরাও বেশ উচ্ছ্বসিত হয়। নিটার ক্যারিয়ার ক্লাব ভবিষ্যতে এমন সেমিনার আয়োজন অব্যাহত রাখবে বলে শিক্ষার্থীরা আশাবাদী।