ঝালকাঠির কাঠালিয়ায় জুলাই ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো সংস্কার ৩১ দফা বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে শৌলজলিয়া ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্ট আন্দোলন ও মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি নিয়ে আলোচনা করেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ ইউনুচ আলী হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ও বিএনপি নেতা অ্যাডভোকেট মাহেব হোসেন, জেলা কৃষক দলের সভাপতি তকদীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আজাদুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল, ঝালকাঠি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান নবীন, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলিমুল ইসলাম আলিম মুন্সি, শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা হেলাল কিরন এবং বিশিষ্ট শিল্পপতি মোঃ শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।