ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে শপথ গ্রহণ” অনুষ্ঠান শহীদ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম। আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর মিয়া, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা, উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি সবুজ খান জয়, উপজেলা আইসিটি অফিসার মো. জাহিদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহম্মদুর রহমান প্রমুখ। আলোচনায় বক্তারা সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর মর্যাদা সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সমাজসেবা ও মহিলা অধিদপ্তরের উপকারভোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।