২৬ জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে প্রত্যয়ে সারাদেশের ন্যায় ফরিদপুরের, আলফাডাঙ্গাতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯ টা ৩০ মিনিটে সারাদেশে একযোগে শপথ গ্রহন কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে, এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল ইকবাল সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার, সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে. এম. রায়হানুর রহমান, ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ্ জালাল আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি খুশবুর রহমান খোকন, উপজেলা জামায়াতের আমীর কামাল হোসেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ জামাতে ইসলাম হাফিজুর রহমান, (এনসিপি) আলফাঙ্গা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. তামিম আহমেদ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, নারী উদ্যোক্তাসহ সমাজের বিভিন্ন স্তরের সুধীজন।
প্রথমার্ধের আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল ইকবাল, শপথবাক্য পাঠ করান। এবং অনুষ্ঠানের দ্বিতীয় আর্ধে সংস্কৃতি অনুষ্ঠান ও সেবা মেলা উদ্বোধন করেন।