চিরিরবন্দরে জামায়াতে ইসলামীর রুকন সন্মেলন অনুষ্ঠিত।২৬|০৭|২৫ ইং রোজ শনিবার দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে জামায়াতে ইসলামীর পার্বতীপুর, চিরিরবন্দর ও খানসামা উপজেলার রুকনদের(সদস্য) নিয়ে “রুকন সম্মেলন /২০২৫ ইং” চিরিরবন্দরের দারুল ফালাহ সিঃ মাদরাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা মোহাম্মদ আবদুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর -৪(চিরিরবন্দর -খানসামা) আসনের জাতীয় সংসদ প্রার্থী/২৬ ইং সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আফতাব উদ্দীন মোল্লা। আরো উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার অন্যান্য আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ প্রার্থী জনাব, আনোয়ারুল হক, জনাব,আনোয়ার হোসেন জনাব,আফজালুল আনাম সহ স্হানীয় ও জেলা নেতৃবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন অধ্যপক ড.মোহাম্মদ এনামুল হক। প্রধান অতিথি তার বক্তব্যে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অত্র এলাকার রুকনদের করনীয় বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।