কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথপাঠ(ভাচুর্য়াল) ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়ালী শপথ বাক্য পাঠ করান সমাজসেবা ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
পরে সারাদেশের ন্যায় শনিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সামাজিক নিরাপত্তা,নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আনোন্দালনের উপজেলা সমন্বয়ক রোকনুজ্জামান রোকন, সিনিয়ার সমন্বয়ক ইয়াকুব আলী শ্রাবন, জুলাই আহত যোদ্ধা মফিজুল ইসলাম,জুলাই কন্যা রাজিয়া ফারিহা রোদ্দুর, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মানিক, এনসিপির সমন্বয়ক মাহফুজ কিরন, ইসলামী আন্দোলনের এসএম মনিরুজ্জামান, জামায়াতে ইসলামীর সহ-সম্পাদক মিজানুর রহমান ও বিএনপির সাবেক সভাপতি কাজী মুস্তফা, ওসি আলহেলাল মাহমুদ,সমাজ সেবা কর্মকর্তা শামসুজ্জামান প্রমুখ। আলোচনা শেষে স্থানীয় শিল্পিীরা সংগীত পরিবেশন করেন।
উপজেলা প্রশাসন, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই আহত যোদ্ধা , বীর মুক্তিযোদ্ধা, সংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।