কালকিনিতে জুলাই পূর্নজাগরনে সমাজ গঠনে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ আক্তার হোসেন,কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরে কালকিনিতে জুলাই পূর্নজাগরণের সমাজ গঠনে শপথ পাঠ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । কালকিনি উপজেলা প্রশাসন, সমাজসেবা কর্মকর্তার কার্যালয় ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার (২৬ শে জুলাই) কালকিনি উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সহকারি সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহি অফিসার সাইফুল আরেফিন। পবিত্র কোরআন তেলোয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এবং জুলাই এর সকল শহিদদের শ্মরন করা হয় । কেন্দ্রর ঘোষনা অনুযায়ী ভার্চুয়ালী শপথ বাক্য পাঠ করেন হল রুমের উপস্থিত সকলেই । পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অলোচনা সভায় বক্তারা সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর মর্যাদা সুরক্ষা এবং সাম্যতা ও মানবিক দর্শন নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি, ও জুলাইয়ের শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সময় উপস্থিত ছিলেন কালকিনি সমাজসেবা কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, মহিলা বিষয়ক সমাজ সেবা কর্মকর্তা হামিদা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিবলী রহমান, কালকিনি ওসি (তদন্ত) নুরুল আমিন, সমাজসেবা কার্যালয় থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বিভিন্ন উদ্যোক্তগণ (নারী ও পুরুষ)। শিক্ষক প্রতিনিধি শাহ আলম, জুলাই যোদ্ধা নাজিম মাহমুদ। বিভিন্ন স্কুল কলেজে ছাত্রছাত্রীরাসহ অন্যান্যরা।