পিরোজপুরের নেছারাবাদে বিএনপি নেতা মো. নাছির উদ্দীন তালুকদারের বিরুদ্ধে অপপ্রচার ও ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের জেরে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার জগন্নাথকাঠি বাজারের উপজেলা বিএনপির কার্যালয়ে ভুক্তভোগী নাছির উদ্দীন তালুকদার ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। নাছির উদ্দীন তালুকদার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত শুক্রবার (২৫ জুলাই) একটি জাতীয় দৈনিক সহ কয়েকটি অনলাইন পোর্টালে “নেছারাবাদে বিএনপি নেতার বিরুদ্ধে অসহায় পরিবারকে বসতঘর থেকে উচ্ছেদের হুমকি” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদকে মিথ্যা ও অপপ্রচার বলে দাবি করে তিনি ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি পরিচ্ছন্নভাবে সমাজের জন্য রাজনীতি করি। আমার লক্ষ্য গরীব ও মেহনতি মানুষের পক্ষে কাজ করা। সে লক্ষে উপজেলার মাহামুদকাঠি গ্রামের একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে গত বৃহস্পতিবার থানায় বসে একটি শালিস করেছি। শালিসে উভয় পক্ষের বক্তব্যে শুনেছি। তবে সেখানে কোন রায় ঘোষণা হয়নি। তাই ওই নিউজে আমাকে জড়িয়ে যা লেখা হয়েছে তা অসত্য। আমাদের দলের একদল বিপদগামী লোক আমার রাজনৈতিক ক্যারিয়ারে ঈর্ষান্বিত হয়ে সাংবাদিকদের ভুল তথ্য পরিবেশন করে এ সংবাদ প্রকাশ করেছে। তাছাড়া সাংবাদিকরা রিপোর্ট প্রকাশের পূর্বে আমার কোন বক্তব্য নেইনি।
ওই শালিসে উপস্থিত থাকা মো: সিদ্দিক হাওলাদার বলেন, শালিসে উভয়পক্ষের কথা শুনে সামাজিক আইনি কিছু আলাপ আলোচনা হয়েছে। সেখানে নাছির উদ্দিন তালুকদার কারো পক্ষ নিয়ে কোন কথা বলেননি।