1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবিক ও গরীবের বন্ধু খ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহাদাৎ হোসেন বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুল ইসলাম আর নেই,শোক প্রকাশ মানুষ চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জলঢাকায় মানববন্ধন রংপূর সড়ক ও জনপথের চলমান কাজে অনিয়ম ধরা পড়লে ছাড় নেই -নির্বাহী প্রকৌশলী পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৭ তম প্রতিষ্ঠা বাষির্কী পালন শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাক ড্রাইভার নিহত বাগেরহাটের সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৮ জন গ্রেপ্তার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরকার নিরাপত্তা প্রস্তুতি ও প্রশাসনিক সমন্বয় জোরদারে তৎপর উপকূলের বন্ধু: নৌবাহিনীর আলোয় আলোকিত কয়রা, বিনামূল্যে চিকিৎসায় সুস্থতার হাসি! সরিষাবাড়ীতে ১৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

Asadul islam Kushtia
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে
কুষ্টিয়া পৌরসভার থানা পাড়ায় এক আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে তাঁর ছেলের বঁটির আঘাতে ইসরাফিল হোসেন (৪৮) নামের গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে। হামলার সঙ্গে জড়িত ওই আওয়ামী লীগ নেতা ও তাঁর ছেলেকে আটক করা হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের ছয় রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মুরাদ হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন হারুন-উর-রশিদ (৫০) ও তাঁর ছেলে প্রণয় (২৫)। হারুন শহর আওয়ামী লীগের সহসভাপতি বলে দলীয় সূত্রে জানা গেছে। আহত এসআইকে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা হারুন-উর-রশিদকে গ্রেপ্তারে আজ দুপুর ১২টার দিকে ডিবি পুলিশ তাঁর বাড়ি ঘেরাও করে। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করলে হারুনের ছেলে প্রণয় এসআই ইসরাফিলের পিঠে বঁটি দিয়ে আঘাত করেন। এ হামলায় তিনি আহত হলে তাঁকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ডিবি পুলিশ বাবা ও ছেলেকে আটক করে নিয়ে গেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম আজকের পত্রিকাকে বলেন, আহত পুলিশ সদস্যর পিঠে ধারালো কিছু দিয়ে আঘাতের দুটি চিহ্ন ছিল। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর সরেজমিনে গেলে এ বিষয়ে প্রতিবেশী কেউ কথা বলতে রাজি হননি। স্থানীয় দুজন বাসিন্দা বলেন, ‘ওই বাড়ির ভেতরে কী হয়েছে, তা তাঁরা জানেন না। পুলিশ বাড়িতে অভিযান চালায় এটুকু জেনেছি। পরে আরও অতিরিক্ত পুলিশ এসেছিল।
ডিবি পুলিশের ওসি মুরাদ হোসেন বলেন, সন্দেহভাজন এক আসামিকে ধরতে গিয়ে হামলায় একজন পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। যাকে ধরতে পুলিশ গিয়েছিল তিনি আওয়ামী লীগের নেতা। তবে কোন মামলায় তাঁকে ধরতে যাওয়া হয়েছিল, এ বিষয়ে এই পুলিশ কর্মকর্তা কোনো তথ্য দেননি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com