1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
হিজলায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন পবিপ্রবিসাসের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও দায়িত্ব হস্তান্তর ঐতিহ্যবাহি গোহাইবাড়ী জে.এম মাধ্যমিক বিদ্যালয়ে জনসচেতনতা মূলক এক সভা অনুষ্ঠিত হয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উলিপুরে সাংবাদিকদের নিয়ে লাইট হাউজের প্রশিক্ষন কর্মশালা বরিশালে ছেলের হাতে বাবা খুন নিয়ামতপুরে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা নিয়ামতপুরে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষক ও শিক্ষার্থীর মানববন্ধন কয়রায় যৌথ অভিযানে জব্দকৃত ৭০০ কেজি কাকড়া অবমুক্ত রাজাপুরে দুই বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কসবায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্তের প্রতিবাদে অভিভাবকদের মানববন্ধন

Lokman Hossain
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহীরুল ইসলামকে এডহক কমিটির সভাপতি মো. তোফাজ্জল হোসেন ভূইয়া কর্তৃক বেআইনিভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীরা।
শনিবার (২৭ জুলাই) সকাল ১১টায় গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক অভিভাবক ও শিক্ষানুরাগী অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, কোনো প্রকার তদন্ত ছাড়াই একজন প্রধান শিক্ষককে এভাবে বরখাস্ত করা অন্যায় ও শিক্ষার পরিবেশের পরিপন্থী।
তাছাড়া বর্তমানে যাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে সেই লোকমান হোসেন হল পতিত সরকারের দোসর। সে দলীয় প্রভাবে নিয়োগ পেয়েছে। বক্তারা তাকে অবিলম্বে তার পদ থেকে অপসারণের দাবিও জানান।
তারা বলেন, প্রধান শিক্ষক মো. জহীরুল ইসলাম একজন সৎ, শিক্ষানুরাগী ও দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে বিদ্যালয়ে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। বক্তারা অবিলম্বে এই বরখাস্ত আদেশ প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আবু জাহের মিয়া, মো. এরশাদ, গোপীনাথপুর গ্রামবাসী পক্ষে মো. জসিম উদ্দিন, মাইনুল ইসলাম মৃণাল,  জিয়াউল হক বাহাদুর, আবদুল হাকিম প্রমুখ।
প্রধান শিক্ষক মো. জহীরুল ইসলামের সাময়িক বরখাস্তের বিষয়ে জানতে চাইলে এডহক কমিটির সভাপতি মো. তোফাজ্জল হোসেন ভূইয়া মুঠোফোনে জানান সকল বিধি বিধান মেনেই তাকে বরখাস্ত করা হয়েছ। নৈতিক স্থলন, আর্থিক অনিয়মসহ তার বিরুদ্ধে ১৭টি গুরুতর অভিযোগ রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com