1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হিজলায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন পবিপ্রবিসাসের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও দায়িত্ব হস্তান্তর ঐতিহ্যবাহি গোহাইবাড়ী জে.এম মাধ্যমিক বিদ্যালয়ে জনসচেতনতা মূলক এক সভা অনুষ্ঠিত হয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উলিপুরে সাংবাদিকদের নিয়ে লাইট হাউজের প্রশিক্ষন কর্মশালা বরিশালে ছেলের হাতে বাবা খুন নিয়ামতপুরে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা নিয়ামতপুরে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষক ও শিক্ষার্থীর মানববন্ধন কয়রায় যৌথ অভিযানে জব্দকৃত ৭০০ কেজি কাকড়া অবমুক্ত রাজাপুরে দুই বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

সংস্কার, গণহত্যার বিচার ও জনকল্যাণমূলক রাষ্ট্র গড়তে হবে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে

নাহিদ ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

নেত্রকোনায় রোববার দুপুরে নেত্রকোণার পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে এনসিপি নেত্রকোণা জেলা শাখা আয়োজিত ‘দেশ গড়তে পদযাত্রা’র পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হটানো হয়েছে। কিন্তু যেসব আশা-আকাঙ্কা নিয়ে এই স্বৈরাচারবিরোধী আন্দোলন হয়েছিল, তা এখনও পূরণ হয়নি। অভ্যুত্থানের পরেও বাংলাদেশকে পুরোনো শাসনব্যবস্থার মাধ্যমে পরিচালনার চেষ্টা চলছে, যা ছাত্র-জনতা কখনো মেনে নেবে না।  “অবিলম্বে দেশে কাঠামোগত সংস্কার, গণহত্যার বিচার, নতুন সংবিধান প্রণয়ন, জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে ফ্যাসিস্ট সরকারের সকল অপকর্মেরও বিচার হওয়া জরুরি।” নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থনের মাধ্যমে ফ্যাসিবাদ উৎখাত করেছি। এখন নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি। এ জন্য আমরা মানুষের কাছে যাচ্ছি, তাদের মতামত শুনছি।” সভায় তিনি বিচার, সংস্কার এবং নতুন বাংলাদেশ গঠনে ‘জুলাই সনদ ও ঘোষণাপত্র’ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানান। সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে দেশি-বিদেশি চক্রান্ত চলছে। আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতেও আমরা দেশের স্বাধীনতা নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করবো না।” তিনি অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধেরও দাবি জানান। পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠান ও রুহুল আমিন আইনী।
সভামঞ্চে আরও উপস্থিত ছিলেন- দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, এহতেসামুল হক, মনিরা শারমিন, অর্পিতা শ্যামা দেব, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার, যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মারুফ আল হামিদ এবং কেন্দ্রীয় সংগঠক জাকারিয়া ইমন প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com