গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আমখোলা হাই স্কুল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন গলাচিপা উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক জনাব মোঃ কামাল হাওলাদার। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ সোলায়মান মৃধা আরও উপস্থিত ছিলেন আমখোলা ইউনিয়ন যুবদলের নেতা জনাব মোঃ আনিছ সিকদার ও আমখোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ মামুন সরদার সহ ইউনিয়ন বিএনপির অংঙ্গসংঠনের নেতা কর্মীরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জনাব মোঃ কামাল হাওলাদার বলেন আরাফাত রহমান কোকো ছিলেন একজন পরিছন্ন মানসিকতার ব্যক্তি। তিনি তার জীবদ্দশায় বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করেছে। তিনি ছিলেন একজন ক্রীড়া প্রেমিক লোক।আজ তার স্মৃতি বিজড়িত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার জন্য আমখোলা ইউনিয়ন বিএনপি কে ধন্যবাদ জানান। তিনি বলেন গলাচিপা দশমিনা উপজেলার বিএনপি নেতা সাবেক ডাকসু ভিপি জনাব হাসান আল মামুন ভাইয়ের নির্দেশে গলাচিপা উপজেলার প্রতিটি ইউনিয়নে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।