নীলফামারীর জলঢাকা পৌরসভার ৪ নং ওয়ার্ডের বগুলাগাড়ি এলাকায় মানুষ চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি এবং এলাকাবাসীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ জুলাই ২০২৫) এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে একটি রাস্তা দিয়ে প্রায় ২০oo দুই হাজার মানুষ নিয়মিত চলাচল করে আসছেন। হঠাৎ করে ওই রাস্তার মালিকানা দাবি করে শাহিনুর রহমান ও মহশিন আলী রাস্তা বন্ধ করে ইউক্যালিপটাস গাছ লাগিয়ে দেন। এতে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে। শুধু তাই নয়, তারা এলাকাবাসীর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলাও করেছেন বলে অভিযোগ ওঠে।
বক্তারা মানববন্ধনের মাধ্যমে দ্রুত রাস্তাটি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান এবং মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান।
এ বিষয়ে জলঢাকা পৌরসভা ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মতলুবুর রহমান বলেন, “বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠকের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট পক্ষ কোনো সাড়া দেয়নি। রাস্তায় গাছ লাগানো পুরোপুরি অযৌক্তিক কাজ।”
এলাকাবাসীর দাবি, এই রাস্তাটি তাদের ন্যায্য অধিকার এবং এটি পুনরায় উন্মুক্ত না করা পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।