লক্ষ্মীপুরে হিফজ সম্পন্ন করা ২০জন হাফেজকে পাগড়ি প্রদান করা হয়েছে। মাওলানা জোবায়ের ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত লক্ষ্মীপুর ফালাহিয়া হিফজ মাদরাসার আয়োজনে এ পাগড়ি প্রদান অনুষ্ঠানে আয়োজন করা হয়।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে শহরের ইয়াছিন সর্দার জামে মসজিদ সংলগ্ন আনোয়ারুল হক ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ ইসমাইল হোসেন।
দফাদার বাড়ি জামে মসজিদের সভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার প্রাক্তণ অধ্যক্ষ মাওলানা একেএম আবদুল্লাহ, আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মহিউদ্দিন, লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. শাহাদাত হোসেন, পৌর ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জহিরুল ইসলাম, সমাজসেবক মনোয়ার হোসেন মানিক পাটোয়ারী, পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর আল আমিন, ১নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোস্তফা প্রমুখ।
এছাড়া ফালাহিয়া হিফজ মাদরাসা প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা জোবায়ের হোছাইনের সার্বিক ব্যবস্থাপনায় তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।এতে ইয়াছিন সর্দার জামে মসজিদের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে তাফসীরকারক হিসেবে ছিলেন, মান্দারী বাজার বড় মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান আল মাদানী, নয়াপল্টন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সালাহউদ্দিন চাঁদপুরী, মীরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম আশরাফী, লামচরী কারামাতিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ হাফেজ মাওলানা আবুল কাশেম, লক্ষ্মীপুর ফালাহিয়া হিফজ মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ক্বারী আব্দুর রহমান, লামচরী কারামাতিয়া ফাজিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা আনোয়ার হোসাইন।এছাড়া এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।