২৯ জুলাই ২০২৫ (মঙ্গলবার) সকালে চট্টগ্রাম জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম বাঁশখালী উপজেলায় সরকারি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন।পরিদর্শনকালে উপজেলা পরিষদ কম্পাউন্ডে জেলা প্রশাসক মুক্ত মঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ত্রাণ ভান্ডার, গাড়ির গ্যারেজ, ওয়াশ কর্ণার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত কক্ষ আধুনিকীকরণ ও সংস্কার কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ফরিদা খানম প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম জোরদারের নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি বাঁশখালি উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের মাঝে বিদ্যমান টিম-ওয়ার্ক স্পিরিটের প্রশংসা করেন।