গত ২৪,০৭,২০২৫ ইং তারিখ দুপুর ১:৩০ ঘটিকার সময় নুর মোহাম্মদ তাহার ব্যক্তিগত মোটরসাইকেল চালিয়ে, সীতাকুণ্ড হইতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছোট দারগা হাঁট সাকিনস্হ্য ঢাকা মুখী লেনে মীরসরাই যাওয়ার পথে পিছন দিক হইতে মাইক্রোবাস নং চট্র মে: চ ১১– ৫৪৪৫ গাড়িটি মোটরসাইকেলে স্বজোরে ধাক্কা দিলে সে রাস্তার উপর ছিটকে পড়ে। এতে তাহার মাথা, বুকের পাজর, বাম হাতসহ শরীরের বিভিন্ন স্হান মারাত্বক হাড় ভাঙ্গা জখম হয়। তখন স্হানীয় লোকজন দ্রুত চিকিৎসার জন্য প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার্ড করলে, হাসপাতালে ওয়ার্ড নং ০২, বেড নং – আইসিইউ –৮এ, রেজি ৯৯৯৩৯৩ মূলে ভর্তি করেন। পরবর্তী চিকিৎসাধীন অবস্থায় অদ্য ৩১,০৭, ২০২৫ খ্রিঃ তারিখ ৩: ১০ ঘটিকার সময় সে মৃত্যু বরণ করেন ।