গত শুক্রবার মাগুরা সদর কুচিয়ামোড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির নির্বাচন চলাকালীন আমুড়িয়া চারও পাঁচ নং ওয়ার্ড নির্বাচন হঠাৎ বন্ধ হয়ে যায়। সাথে সাথে নির্বাচন ভূতের আশেপাশে হট্টগোল শুরু হয়ে যায়। পুলিশ প্রশাসন ওই স্থানীয় বিএনপি’র নেতারা এসে পরিস্থিতি কিছুক্ষণ পর নিয়ন্ত্রণ করে। কিন্তুঅন্যান্য ওয়ার্ড নির্বাচন চলেও এই দুইটা ওয়ার্ডের নির্বাচন প্রায় এক ঘন্টা বন্ধ হওয়ায় স্থানীয় নেতাকর্মীরা বিভিন্ন ধরনের দুঃখ প্রকাশ ও বিভিন্ন মন্তব্য করেন । আজ বিকাল তিনটা থেকে কুললিয়া হাইস্কুলে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুই ওয়ার্ড হঠাৎ নির্বাচন বন্ধ হওয়ার বিষয়ে স্থানে বিএনপি নেতা ও কর্মীরা বিভিন্ন মন্তব্য করেন। তারা বলেন দীর্ঘদিন ত্যাগি বিএনপি নেতারা ভোটার তালিকা থেকে বাদ হয়েছে। যারা বিগত দিনের আওয়ামী লীগের সাথে মিশে সুযোগ-সুবিধা পেয়েছে তারাও এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। মূলত এই কারণেই আজ এই দুইটা ওয়াল্ড এর নির্বাচন কিছুক্ষণ বন্ধ ছিল। কুললিয়া গ্রামের ঢাকা তিতুমীর কলেজে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা বলেন, বিভিন্ন ওয়ার্ডের
ভোটার তালিকায় বিগত দিনের আওয়ামীলিগ সরকারের সুবিধা সবিধারাও তালিকাভুক্ত হয়েছে ।মূলত এই কারণে আমুড়িয়া দুইটা ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডেও একই সমস্যা হয়েছে। তারা এই তালিকা থেকে ওই সমস্ত লোকদের বাদ দেয়ার জন্য জেলা বিএনপি নিকট আবেদন জানিয়েছেন।