চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থল বন্দর পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখায়াত হোসেন। ১ আগস্ট শুক্রবার বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ মানজারুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এম সাখাওয়াত হোসেন। সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ, পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জের চেম্বার অফ কমার্সের সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ, পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহুরা নওসাবা। এর আগে সকালে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত রাজশাহীর গোদাগাড়ী সুলতানগঞ্জ নদী বন্দর ও পোর্ট অফ প্রটোকল পরিদর্শন এবং স্থানীয়দের মধ্যে মত বিনিময় করেন। এ সময় তিনি বলেন, সুলতানগঞ্জ নৌ বন্দরের অবকাঠামগত উন্নয়ন ও কার্যক্রম শুরু করতে উচ্চ পর্যায়ের আলোচনা ও প্রয়োজনীয় অনুমোদন জরুরী। তিনি বলেন, উভয় পক্ষের ইতিবাচক সাড়া পাওয়া গেলে দ্রুতই এই বন্দরের কার্যক্রম শুরু করা যাবে। সোনামসজিদ স্থল বন্দরের ব্যাপারে তিনি বলেন, বর্তমানে মালামাল আনা নেওয়ার জন্য প্রয়োজনীয় রাস্তা ও ইয়ার্ডের অভাব রয়েছে। এজন্য জিরো পয়েন্ট থেকে বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক দ্রুত নির্মাণ করা হবে। সোনামসজিদ স্থল বন্দরের ইয়ার্ড নির্মাণের জন্য জমি নির্ধারণ ও জমি অধিগ্রহণের প্রয়োজনীয় পরিকল্পনা নেয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, বন্দরে শ্রমিকদের চিকিৎসার জন্য একটি হাসপাতাল দ্রুত নির্মাণ করা হবে।