গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট কামারজানী গ্রামের আব্দুল মোন্নাফের ছেলে রিয়াদ হাসান ক্রয় কৃত সম্পত্তি জোরপূর্বক জবরদখলকারীদের বিরুদ্ধে গাইবান্ধা পুলিশ সুপার বরাবর অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩/০৭/২০২৫ ইং তারিখে বিবাদী করে শামসুল হক প্রামাণিকের ছেলে মিজানুর রহমান প্রামানিক, মৃত মনির উদ্দিন প্রামানিকের ছেলে মাজেদুল ইসলাম প্রামানিক, রাশেদুল ইসলাম প্রামানিক, মৃত নুরু প্রামানিকের ছেলে সুজন প্রামাণিক, মৃত নায়েব উদ্দিন প্রামানিকের ছেলে আব্দুল রশিদ প্রামানিক, সকলের সাং কিশামত হলদিয়া সুন্দরগঞ্জ গাইবান্ধাদ্বয় জোরপূর্বক বাড়ি নির্মাণ করে জবরদখল করেছেন।
বাদী রিয়াদ হাসান এর বাড়ি দূরে হওয়ায় বিবাদীরা সুযোগ গ্রহণ করে জোরপূর্বক ভাবে ২৯ শতাংশ জমি জবরদখল করে বাড়ি নির্মাণ করে।
এস,এ খতিয়ান ১২৫ নং মালিকের ওয়ারিশগণ ০৪/০৩/১৯৬৫ ইং তারিখে ২০৬৮ নং কবলা দলিলমূলে মোকলেছুর রহমানের নিকট বৈধভাবে বিক্রয় করেন। মোকলেছুর রহমান উক্ত জমি ভোগ করে আসতে থাকাকালীন গত ১৪/০৪/১৯৮৯ ইং তারিখে ২৭৮০ নং কবলা দলিল মূলে হাবিজার, হায়দার ও হারুন অর রশিদের নিকট বিক্রয় করেন।ক্রেতাগণ উক্ত জমি দখল ভোগ করা কালে তাদের নামে বি আর এস খতিয়ান ১১৮৭ প্রস্তুত হয়।হাবিজার, হায়দার ও হারুন অর রশিদ গত ০৬/০৫/২০১৩ ইং তারিখে ৩৫৩৯ নং কবলা দলিল মুলে আব্দুল আউয়ালের নিকট বিক্রয় করেন এবং আব্দুল আউয়াল উক্ত জমি হত ১৫/১২/২০২৪ ইং তারিখে ৭৩৯৮/২৪ নং দলিল মুলে রিয়াদ হাসানের নিকট বিক্রয় করেন। সেই মোতাবেক রিয়াদ হাসান উক্ত জমি ভোগ করে আসতে থাকে। উক্ত জমি তার বাড়ি হতে দূরে হওয়ায় এবং তার দুর্বলতার সুযোগে বিবাদীগণ উক্ত জমি তাদের মর্মে মিথ্যা দাবি করে জবরদখল রাখার নিমিত্বে দুইটি টিনের ছাপরা ঘর উঠিয়ে হুমকি প্রদর্শন করে।
বাদীসহ যদি উক্ত জমিতে যায় তাহলে বিবাদীগণ লাঠিয়াল বাহিনী দ্বারা লোকজনকে মারপিট ও খুন যখম করবে।অথবা তাদের উঠানো ঘরে আগুন ধরে দিয়ে আমার ও আমার লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমা করবে। এমতাবস্থায় রিয়াদ উক্ত জমিতে যেতে না পেরে স্থানীয় চেয়ারম্যানকে জানালে সালিশ করার মাধ্যমে পর্যালোচনা করে বিবাদীর কোন প্রকার শর্ত বা অধিকার না পেয়ে তাদেরকে মিজানুরের জমি হতে বাড়িঘর সরিয়ে নেওয়ার এবং কোন প্রকার বিশৃংখলা সৃষ্টি না করার জন্য বলেন। কিন্তু বিবাদীগণ স্থানীয় সকল সিদ্ধান্ত অমান্য করে যেকোনো মুহূর্তে বড় ধরনের দাঙ্গা-হাঙ্গামা, অগ্নিসংযোগ, খুনজখম হওয়াসহ আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে।
রিয়াদ হাসান বলেন আমি আইনকে শ্রদ্ধা করি এবং আইনের মাধ্যমে এর সুবিচার পাব।তাই বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এবং ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।