1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীতে ৩ পাসপোর্ট ১৭ NID কার্ড সহ মানব পা-চারকারী মান্নান গ্রেফতার আজ ঐতিহাসিক ফ্যাসিস্ট মুক্ত ৫ আগস্ট। আজকের এই দিনে বাংলাদেশ ২য় স্বাধীনতা অর্জন করেছে এবং আমরা নতুন বাংলাদেশ পেয়েছি – মাসুদ সাঈদী ভয়াল ৪ আগস্ট: ফেনীতে গণহত্যার এক বছর পেরিয়ে গেলেও বিচার অধরাই প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে শেখ মুজিবের ছবি টানানো প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিন সাময়িক বরখাস্ত খুলনার বটিয়াঘাটা প্রশাসনের উদ্দ্যোগে জুলাই-গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুলিশ কমিশনারের শ্রদ্ধা নিবেদন শহীদ নুর আলমের কবরে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কুড়িগ্রামে ‘জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি ২০২৫’-এর সূচনা মধুপুরের শহীদ মোঃ লাল মিয়ার কবর জিয়ারত লোহাগড়ায় ডাকাতির প্রস্তুতির স্বীকারোক্তি রুবেলের, পুলিশের হাতে আটক রায়গঞ্জ-তাড়াশ এলাকার জনগনের ভাগ্যের পরিবর্তনে রকিবুল করিম পাপ্পুর বিকল্প নেই

মাগুরার মধুখালী টু শিমুলিয়া ৩ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করনের দাবি জানিয়েছেন এলাকাবাসী

তারিকুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

মাগুরা শালিখার মধুখালী গ্রামের লিচু মন্ডলের বাড়ী হতে হাগড়ার বটতলা ও পিরাজের ভিটে হইতে শিমুলিয়া গ্রাম পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে কাঁচা রয়েছে। একটু বৃষ্টি হলেই হাটূ পর্যন্ত কাদা হয়। বিভিন্ন গর্তে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে যায়। এ রাস্তা দিয়ে গ্রামের বা আশেপাশে গ্রামের শত শত লোকজন প্রতিনিয়ত চলাচল করে। এ রাস্তার দুই পাশে রয়েছে বড় বড় মাঠ। যেখানে পাট ধান সহ বিভিন্ন প্রকার ফসল উৎপাদন হয়। বর্ষার সময় পাট আনতে কৃষকদের খুবই কষ্ট হয়। কাদার কারণে ভ্যান বা অন্য কিছুতে পাট আনতে পারে না। ফলে মাথায় করে কৃষকদের অনেক কষ্ট করে পাট বাড়িতে আনতে হয়। মাঝে মাঝে ঘোড়ার গাড়িতেও পাট টানলেও বর্তমানে প্রচুর কাদার কারণে ঘোড়াও চলতে পারে না। এছাড়া এ রোড দিয়ে মধুখালী হয়ে শিমুলিয়া ,গাবতলা ,বেরোইল পলিতা ,নোহাটা সহ দেশের বিভিন্ন জায়গা মানুষ চলাচল করে। বিভিন্ন হাটবাজারে ধান, পাট,সহ বিভিন্ন ধরনের ফসল হাঁটে কেনাবেচা করে। কিন্তু কাদা বা পানির কারণে বর্তমানে মানুষ বিভিন্ন জায়গা দিয়ে ঘুরে যেতে হয়। ফলে ব্যবসা-বাণিজ্য খুবই সমস্যা হয়। ইতিপূর্বে বিভিন্ন সময় এ রাস্তা পাকা হবে বলে ওয়াদা করলেও আজ পর্যন্ত কোন কাজই শুরু হয়নি। বর্তমানে মধুখালী গ্রামের পিরাজের ভিঠে একটি ছোটখাটো বাজারের মতো। ঠিক সেই জায়গায় রাস্তায় বড় বড় গর্ত হয়ে মানুষ চলাচল মোটেই করতে পারে না। অসুস্থ, বয়স্ক মানুষ  তো মোটেই চলতে পারেনা। দ্রুতই পাকা করার দাবি করেন এলাকাবাসী।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com