1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় রেলী জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বেরোবিতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত বাঘাইছড়িতে বিএনপির উদ্যোগে ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ : বিজয় র‍্যালি অনুষ্ঠিত কলমাকান্দায় বৈষম্যবিরোধী আন্দোলনে চার শহীদকে শ্রদ্ধা বগুড়া শিবগঞ্জের মোকামতলা ভাগখোলা থেকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার ফ্যাসিবাদবিরোধী বিজয়ের বার্তা নিয়ে ৫ আগস্ট উপলক্ষে তজুমদ্দিনে বিএনপির বর্ণাট্য র‍্যালি সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে বরণ করলো দাগনভূঞা সহকারী শিক্ষক সমিতি ফেনীতে ৩ পাসপোর্ট ১৭ NID কার্ড সহ মানব পা-চারকারী মান্নান গ্রেফতার আজ ঐতিহাসিক ফ্যাসিস্ট মুক্ত ৫ আগস্ট। আজকের এই দিনে বাংলাদেশ ২য় স্বাধীনতা অর্জন করেছে এবং আমরা নতুন বাংলাদেশ পেয়েছি – মাসুদ সাঈদী ভয়াল ৪ আগস্ট: ফেনীতে গণহত্যার এক বছর পেরিয়ে গেলেও বিচার অধরাই

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে উত্তাল শাহজাদপুর, মহাসড়ক অবরোধে শিক্ষার্থী-জনতার ঐক্য

মোঃ আবুসুফিয়ান তালুকদার
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে আজ সকাল থেকে উত্তাল হয়ে উঠেছে সিরাজগঞ্জের শাহজাদপুর। শিক্ষার্থীদের ডাকে সাধারণ মানুষ, শিক্ষক ও রাজনৈতিক নেতারাও সংহতি জানিয়ে নেমে এসেছেন রাজপথে।
রোববার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ শুরু করেন। এতে অংশ নেন স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা।
বায়তুল হিকমাহ মডেল মাদরাসা, রেসিডেন্সিয়াল মডেল স্কুল, সিরাজ মডেল স্কুল, ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফখরুল মেমোরিয়াল কিন্ডারগার্টেন, ইউনিক মডেল স্কুলসহ একাধিক প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সক্রিয়ভাবে কর্মসূচিতে যোগ দিয়েছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও প্রতিনিধিত্ব বাড়ছে।
প্রতিবাদকারীদের দাবি—বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো না থাকায় শিক্ষার্থীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। এতে তাদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এক অভিভাবক বলেন, “এই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কায় আছি। স্থায়ী ক্যাম্পাসের দাবি এখন সময়ের দাবি। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন ছাড়ব না।”
অবরোধের কারণে ঢাকা ও পাবনাগামী যান চলাচল বন্ধ হয়ে পড়ে। মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যার ফলে যাত্রীরা দুর্ভোগে পড়েন।
এর আগে ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবসে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এরপর প্রতীকী ক্লাস, মৌন মিছিলসহ একাধিক শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাঁরা ধারাবাহিকভাবে দাবি তুলে ধরছেন।
এখন সময় প্রশাসনের সদিচ্ছার। শিক্ষার্থী ও জনতার এই আন্দোলন যেন শুনানির বাইরের আওয়াজ না হয়ে পড়ে, সে দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে—এমনই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com