1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় রেলী জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বেরোবিতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত বাঘাইছড়িতে বিএনপির উদ্যোগে ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ : বিজয় র‍্যালি অনুষ্ঠিত কলমাকান্দায় বৈষম্যবিরোধী আন্দোলনে চার শহীদকে শ্রদ্ধা বগুড়া শিবগঞ্জের মোকামতলা ভাগখোলা থেকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার ফ্যাসিবাদবিরোধী বিজয়ের বার্তা নিয়ে ৫ আগস্ট উপলক্ষে তজুমদ্দিনে বিএনপির বর্ণাট্য র‍্যালি সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে বরণ করলো দাগনভূঞা সহকারী শিক্ষক সমিতি ফেনীতে ৩ পাসপোর্ট ১৭ NID কার্ড সহ মানব পা-চারকারী মান্নান গ্রেফতার আজ ঐতিহাসিক ফ্যাসিস্ট মুক্ত ৫ আগস্ট। আজকের এই দিনে বাংলাদেশ ২য় স্বাধীনতা অর্জন করেছে এবং আমরা নতুন বাংলাদেশ পেয়েছি – মাসুদ সাঈদী ভয়াল ৪ আগস্ট: ফেনীতে গণহত্যার এক বছর পেরিয়ে গেলেও বিচার অধরাই

রুয়া অরাজনৈতিকভাবেই চলবে; রফিকুল ইসলাম খান

ফজলে রাব্বি পরশ
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে
রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়ার) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি এম. রফিকুল ইসলাম খান বলেছেন, “রুয়া একটি অরাজনৈতিক সংগঠন এবং তা অরাজনৈতিকভাবেই চলবে। আমরা সবার সহযোগীতা নিয়ে নিরপেক্ষভাবেই কার্যক্রম পরিচালনা করতে চাই। সকলের সহযোগিতা পেলে রুয়ার যে লক্ষ্য উদ্দেশ্য আছে তা আমরা শতভাগ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।”
রোববার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়ার) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নিকট দায়িত্ব অর্পণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে রাবির সকল সাবেক শিক্ষার্থীদের নিয়ে রি-ইউনিয়ন করার ইচ্ছেও পোষণ করেন তিনি। পাশাপাশি রুয়া এ পর্যন্ত কি কি কার্যক্রম পরিচালনা করেছে এবং সকল হিসাব অল্প সময়ের মধ্যে বুঝিয়ে দিতেও তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান।
এ সময় সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, রুয়ার এই যাত্রা সহজ ছিল না। শুধুমাত্র শক্ত মেরুদণ্ড সম্পন্ন মানুষের পক্ষেই এটি বাস্তবায়ন করা সম্ভব ছিল এবং তারা সেটি করে দেখিয়েছেন। তাদের প্রতি এই বিশ্ববিদ্যালয় চিরকৃতজ্ঞ থাকবে। নির্বাচনের সাথে যারা জড়িত ছিলেন, তাদের নৈতিকতার কোনো কমতি ছিল না।
তিনি আরো বলেন, আমরা দাওয়াত দিয়ে কাউকে আনিনি, আমাদের পক্ষ থেকে কাউকে বাদও দেইনি। সততার জায়গা থেকে এতটুকুও কম্প্রোমাইজ করিনি আমরা। যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন অথবা করেননি, তাদের সকলকে বলছি সামনের পথে সবাইকে একসাথে নিয়েই চলতে হবে। আমরা যে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যায়, এটি রুয়ার আদর্শ না। তাই আমাদের সবাইকে সাথে নিয়ে একটা সুন্দর রুয়ার পথে কাজ করতে হবে।
অবিলম্বে রুয়ার অফিসের ব্যবস্থা করা হবে এবং সকল হিসাব খুব দ্রুত সময়ে বুঝিয়ে দেওয়া হবে জানিয়ে উপাচার্য সার্বিক সহযোগীয় অগ্রগামী থাকার ব্যাপারে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে রুয়ার অ্যাডহক কমিটির সদস্য প্রফেসর ড. সামিউল ইসলাম সরকারের সঞ্চালনায় দায়িত্ব অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. ফরিদ উদ্দীন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, রুয়ার অ্যাডহক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. একরামুল হামিদ, প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম, রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মো. আখতার হোসেন মজুমদার, লিগ্যাল সেলের প্রশাসক প্রফেসর ড. আব্দুর রহীম সাগর, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আমীরুল ইসলাম কনকসহ রুয়ার অ্যাডহক কমিটি ও নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com