1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার পীরগঞ্জে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় পিতা-পুত্র গ্রেপ্তার নন্দীগ্রামে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা গ্রেফতার প্রথম আলো বন্ধুসভা সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতৃত্বে নয়ন ঈদগাঁওয়ে জুলাই শহীদ নুরুল আমিনের শৈশবের পাঠশালায় শহীদের স্মৃতিফলক স্থাপন নাটোরের আব্দুলপুরে সেনা অভিযানে ইয়াবাসহ আটক দুই সহোদর চলতি বছরে বিআইডব্লিউটিসিতে যোগ হচ্ছে ১৮ জলযান: নৌ উপদেষ্টা কাউনিয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ০২ জনের মৃত্যু, ১০ জন আহত মুন্সিগঞ্জের গজারিয়ায় থ্রী অ্যাঙ্গেল মেরিন লিমিটেড পরিদর্শনে দুই উপদেষ্টার আগমন নাগেশ্বরীতে ‘জুলাই বিপ্লব’ স্মরণে মাদকবিরোধী সমাবেশে তারুণ্যের অঙ্গীকার

কোম্পানীগঞ্জে একাধিক মামলার আসামি মনির গ্রেপ্তার

shahab uddin
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

‎সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী গ্রামের আলোচিত মনির মিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানাপুলিশ। তিনি ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

‎শনিবার (২ আগষ্ট) সন্ধ্যায় কলাবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান। তিনি বলেন, “মনির মিয়ার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি ২টি ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।”

‎বাংকার-বালু নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির অভিযোগ

‎স্থানীয় সূত্রে জানা যায়, মনির মিয়া দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন ও রোপওয়ে বাংকার নিয়ন্ত্রণ করে মোটা অঙ্কের চাঁদাবাজি করতেন। অভিযোগ রয়েছে, তিনি একটি গ্রুপ তৈরি করেন  এবং সেই গ্রুপের নেতৃত্বে থেকে কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় চাঁদা আদায় করতেন এবং ক্ষমতার জোরে এলাকায় প্রভাব বিস্তার করতেন।

‎স্থানীয়দের ভাষ্য মতে, পাথর ও বালুর শ্রমিকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায়, নির্দিষ্ট বাংকারে মালামাল নামাতে বাধ্য করা এবং বিরোধ সৃষ্টি হলে সশস্ত্র লোক দিয়ে ভয়ভীতি দেখানো ছিল তার দলের নিয়মিত কর্মকাণ্ড।

‎মনির মিয়ার গ্রেপ্তারের খবরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করলেও তারা মনে করছেন, মূল সমস্যার সমাধান তখনই সম্ভব, যখন তার সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনা হবে।

‎এক পাথর শ্রমিক  বলেন,“মনির মিয়া একা এসব অপকর্ম করতেন না। তার সঙ্গে আরও অনেকেই জড়িত, যারা এখনো এলাকায় সক্রিয়। প্রশাসনের উচিত তাদেরও দ্রুত গ্রেপ্তার করা।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com