বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে ৩নং ভাটরা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগেরচ সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র প্রাং (৩৮) কে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।
৪ আগস্ট (সোমবার) সকাল ১০টায় উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিড়া-পন্ডিতপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে নাগরকান্দি গ্রামের শ্রী মোহন চন্দ্র প্রাং এর ছেলে। তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় নাশকতার মামলা রয়েছে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত শ্রী তাপস চন্দ্র প্রাং নাশকতা মামলার আসামী। সোমবার দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।