জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সীগঞ্জ পৌরসভার লিচুতলায় অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এ বীর শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন মুন্সীগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। জেলা পুলিশের পক্ষ থেকে এই শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হয়।শ্রদ্ধা নিবেদন শেষে গতকাল সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে শহিদ পরিবারের সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত বক্তারা শহিদদের আত্মত্যাগ ও জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন। সভায় “রক্তকথা” নামক একটি স্মৃতিগ্রন্থের মোড়কও উন্মোচন করা হয়, যেখানে মুন্সীগঞ্জের শহিদদের বীরত্বগাথা চিত্রিত হয়েছে।অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ শহিদ পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।