ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও নাসিরনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান চৌধুরীকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৬ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) কামালের নেতৃত্বে পুলিশের একটি দল সদর ইউনিয়নের ফুলপুর মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসাদুজ্জামান চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের ফুলপুর গ্রামের বাসিন্দা এবং মৃত আমশু মিয়া চৌধুরীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে দায়ের করা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তিনি ২৩ নম্বর এজাহারভুক্ত আসামি। মামলাটি দায়ের করেছিলেন দুর্নীতির অভিযোগে বহিষ্কৃত নাসিরনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক শাহ আলম পাঠান। মামলায় মোট ১১৮ জনকে আসামি করা হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আসাদুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে।