বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তথাকথিত ফ্যাসিস্ট সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে গজারিয়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই র্যালিতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। জাতীয় পতাকা হাতে নিয়ে তারা শান্তিপূর্ণ স্লোগান দিতে দিতে র্যালি করেন।র্যালিতে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক উল্লাহ ফরিদ, সদস্য সচিব আব্দুর রহমান শফিক, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান, আহসান উল্লাহ চেয়ারম্যান, বোরহান উদ্দিন ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী মোহন, মফিজুল ইসলাম রনি মাস্টার, ইঞ্জিনিয়ার মুকবুল রতন, মাহাদি ইসলাম বাবু, নাদিম মাহমুদ প্রমুখ।বক্তারা বলেন,গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ছাত্র-জনতার এই ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে।