মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।আটককৃত আসামির নাম সিফাত বিন হাসনাত (২৫)। তিনি গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা হারুন অর রশিদ ওরফে হানিফ মোল্লা ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সিফাত একটি মাদক মামলায় আদালত কর্তৃক ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত হন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান সবসময়ই কঠোর। সাজাপ্রাপ্ত কোনো আসামিকেই ছাড় দেওয়া হবে না।আটককৃত সিফাতকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।