বগুড়ার নন্দীগ্রামে ৬ ই আগস্ট (বুধবার) বেলা পৌনে ১১ টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এক মুদি ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই বাজার মনিটরিংকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দোকানের লাইসেন্স প্রদর্শন করতে না পারায় বাংলাদেশ স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ এর (৮৯) ধারা মোতাবেক গণেশ ট্রেডার্সের স্বত্বাধিকারী ভাটরা ইউনিয়নের মাটিহাস গ্রামের গজেন মহন্তের ছেলে সঞ্জয় মহন্ত (৩৫) কে ২ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু।
ওই সময় নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।