1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই -আগস্টে গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে খতমে কোরআন ও দোয়া মাহফিল হাসিনার পতন ও গণতন্ত্রের মুক্তির ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ইন্দুরকানী উপজেলা বিএনপি’র আয়োজনে গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যবসায়ী’র জরিমানা মুরাদনগরে কৃষি ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি পালন ইসলাম পুরে ফ্যাসিবাদ পতনের বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মুন্সীগঞ্জের গজারিয়া বাউশিয়া এম এ আজহার উচ্চবিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত বিস্ফোরক মামলায় জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী গ্রেফতার জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সীগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি ও ‘রক্তকথা’ মোড়ক উন্মোচন

হাসিনার পতন ও গণতন্ত্রের মুক্তির ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ইন্দুরকানী উপজেলা বিএনপি’র আয়োজনে গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে
চব্বিশের জুলাই-আগষ্টের ছাএ-জনতার গণঅভ্যুথানে স্বেরাচারী খুনী হাসিনার পতন ও গণতন্ত্র মুক্তির ১ম বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা বিএনপির আয়োজনে গণমিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (০৫ আগষ্ট) বিকাল ০৪টায় উপজেলার ইন্দুরকানী কলেজ মোড় থেকে মিছিলটি শুরু ইন্দুরকানী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রুপালী চও্বরের সামনে সমাবেশ স্হলে এসে মিছিল শেষ হয়ে সমাবেশে রুপ নেয়।
উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম কিসমত সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অধ্যক্ষ আলমগীর হোসেন প্রধান অতিথির বক্তব্য বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে স্বৈরাচারী খুনি হাসিনার পতন ঘটাতে গিয়ে, গণতন্ত্রকে পুনর্জীবিত করতে গিয়ে যারা শহীদ ও পঙ্গুত্ববরণ করেছেন আমি তাদেরকে শ্রদ্ধাবরে স্মরণ করছি ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করছি।স্বৈরাচারী খুনি হাসিনার ১৫ বছরের শাসনামলে যারা গুম,খুন, নির্যাতনের শিকার হয়েছেন তাদের প্রতি ও শ্রদ্ধা, সম্মান প্রদর্শন করছি।
২০২৪ সালের এই দিনে স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, দেশটাকে নরকে পরিণত করে এদেশের টাকা বিদেশে পাচার করে দেশটাকে ধ্বংস করে দিয়েছিল। যারা এদেশের টাকা লুটপট করে খেয়েছে, বিনা অপরাধে মানুষকে গুলি করে মেরেছে, জেলে পুরে দিনের পর দিন অন্ধকারে বন্দিকোঠায় আটকে রেখেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। বাংলাদেশে যত গুম, খুন,নির্যাতনের ঘটনা ঘটেছে বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেকটির বিচার হবে এটা দেশ নায়ক তারেক রহমানের ওয়াদা।
আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের মদদপুষ্টরা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, যাতে দেশে কোন অরাজকতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সবার সজাগ দৃষ্টি থাকতে হবে। সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের মদদ পুস্টদের প্রতিহত করতে হবে।
সমাবেশে উপস্থিত সকল বক্তারাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের শ্রদ্ধা ও সম্মান জানিয়ে প্রথম বর্ষপূর্তি উদযাপন সফল ও সার্থক করে তোলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com