গাজীপুরে শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ৫ই আগস্ট-২০২৫ মাওনা চৌরাস্তায় ১৭ জন শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বাদ যোহর পল্লী বিদ্যুৎ মোড় আর এস ক্যাফে এন্ড রেস্টুরেন্টে শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির আজাদ মন্ডলের পরিচালনায় কুরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য এফ এম মাহফুল হাসান হান্নান,এড. আবু জাফর সরকার, নুরুল আমিন আকন্দ, জেলা ওলামা দলের আহবায়ক কারী সিরাজুল ইসলাম, উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মোখলেস উদ্দিন কফিল, সদস্য সচিব হাফেজ নজরুল ইসলাম, পৌর ওলামা দলের আহবায়ক ক্বারী ইব্রাহিম, সদস্য সচিব মাওলানা আবুল কালাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল শেষে বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে বিশাল বিজয় শোভাযাত্রা হাজারো নেতা কর্মী নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকা প্রদক্ষিণ করেন।
বিজয় শোভাযাত্রায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহবান জানান।